বাড়িতে নতুন গ্যাস সংযোজন চেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখুন
তারিখঃ ০৫.০১.২০১৯
বরাবর
ব্যবস্থাপক
তিতাস গ্যাস লিমিটেড
নবাবগঞ্জ, ঢাকা।
বিষয়: বাড়িতে নতুন গ্যাস সংযোগ প্রদানের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার বাড়ি নবাবগঞ্জ জেলার শিমুলিয়ায়। আমার বাড়ির আশে পাশের বাড়িগুলোতে গ্যাস সংযোগ পেলেও আমি এখনও আমার বাড়িতে গ্যাস সংযোগ পাইনি। আমি নিয়মিত হোল্ডিং ট্যাক্স, পৌরকর, পয়কর ইত্যাদি সকল সরকারি কর নিয়মিত প্রদান করে আসছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমার বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে আমাকে বর্ধিত করিবেন।
নিবেদক
মোঃ সলিমুল্লাহ খান
বাসা নং ৪৮:৪
রোড নংঃ ৭
সেকশন ১১
নবাবগঞ্জ, ঢাকা-১২১৫।